#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারের লক ডাউন নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

করোনা ভাইরাস মোকাবেলায় সরকার প্রণীত নতুন লক ডাউন নীতি নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি গ্রেটার ম্যানচেস্টারে। মেয়র এন্ডি বারহাম ও সরকারের মধ্যে এখন পর্যন্ত এই বিষয়ে কোন সমঝোতা হয়নি।

করোনা সংক্রামণের বাড়তি সংখ্যার দিকে লক্ষ্য রেখে সরকার গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারাকে সর্বোচ্চ লক ডাউনের (টায়ার-৩, ভেরি হাই রিস্ক ) আওতায় নিয়ে আসতে চাচ্ছে, যা কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয় নেতৃবৃন্দ। তাদের ভাষ্য মতে, এই নতুন লক ডাউন আক্রান্তের সংখ্যাতো কমাবেই না বরং অর্থনীতির চাকাকে সম্পূর্ণ রুপে স্থবির করে দিবে। বর্তমান বিধি নিষেধের মধ্যে বেশিরভাগ ব্যবসা বাণিজ্য সীমির আকারে চলমান আছে। টায়ার-৩ লক ডাউন দিলে অধিকাংশ প্রতিষ্ঠানই বন্ধ করে দিতে হবে। সরকার থেকে যেহেতু কোন বিশেষ প্রণোদনা দেবার কথা বলা হয়নি, তাই অর্থনৈতিক চরম সংকটের আশংকায় স্থানীয় নেতৃবৃন্দ বরাবরই এর বিরোধিতা করে আসছেন।

এদিকে, গ্রেটার ম্যানচেস্টারের অধিবাসীগণ অনেকটা বিরক্ত উদ্ভুত পরিস্থিতি নিয়ে। তাদের ধারণা, সরকার প্রথম দিকে যথাযত ব্যবস্থা নিলে এখন অবস্থা এতটা খারাপের দিকে যেতো না। সরকারের সিদ্ধান্তহীনতা ও বিলম্ব নীতির কারণে জনগণ অনেকটাই আশাহুত। তারা মনে করেন, নতুন করে লক ডাউন না দিয়ে স্বাস্থ্য নীতির প্রয়োগের দিকেই বেশি মননিবেশ করা উচিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *