#সিলেট বিভাগ

নিহত রায়হানের পরিবারের সাথে দেখা করলেন মেয়র আরিফ।

পুলিশের বর্বরোচিত নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর আখালিয়া নেহারীপাড়ার বাসিন্দা নিহত রায়হান আহমদের পরিবারকে দেখতে যান। এ সময় তিনি নিহত রায়হান আহমদের মা, সন্তান ও স্ত্রীর সাথে দেখা করে তাদের সান্তনা দেন এবং নিহত রায়হানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

রায়হানের পরিবার অভিযোগ করেন, রোববার রাতে রায়হানকে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন এবং চাঁদা দাবি করা হয়।

মেয়র বলেন, সিলেট মহানগর পুলিশ আশ্বস্ত করেছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবেন। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য তদন্তে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান মেয়র। মেয়র এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন। এ সময় সিসিক কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, রোববার রায়হান আহমদ (৩৩) নিহত হন।

পুলিশের দাবি, ছিনতাইয়ের দায়ে নগরীর কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন তিনি। তবে, রায়হানের পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে নিহত হয় রায়হান। এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *