গীতিকাব্য ‘তুমিই রহমান’ – রইস রহমান।
রহমান রহিম তুমি দয়ারই সাগর
সাজাও আসমান জমিন সবুজও প্রান্তর
তুমি অপূর্ব সুন্দর, তুমি দয়ারই সাগর।। ঐ
শাপলা ফুটে সরোবরে
কতো পাখি খেলা করে
মনের সুখে আহার করে
তৃপ্ত করে যে উদর।
তুমি দয়ারই সাগর, তুমি অপূর্ব সুন্দর।।
ফুল বাগানে চাঁদের আলো
করে কি যে ঝলোমলো
দেখতে লাগে বড়ো ভালো
জুড়ায় যে সবার অন্তর।
তুমি অপূর্ব সুন্দর, বন্ধু দয়ারই সাগর।।
বাড়ির কোনে বাঁশ বাগানে
চাঁদের জোসনা হাসে বনে
কোকিলেরই কুহুতানে
বধূয়া সাজায় বাসর।
তুমি দয়ারই সাগর, তুমি অপূর্ব সুন্দর।।
আকাশ ভরা গ্রহ তারা
ছায়া পথে ঘুরছে যারা
আলোয় ভুবন মাতোয়ারা
সাজালো কোন কারিগর।
তুমি দয়ারই সাগর, তুমি অপূর্ব সুন্দর।।





