#গ্রেটার ম্যানচেস্টার

কাউন্সিলর লুৎফর রহমানের OBE খেতাব অর্জন

কাউন্সিলর লুৎফর রহমান সমাজ সেবার জন্যে এ বছরের OBE খেতাব অর্জন করেছেন। Officer of the Order of the British Empire award কে সংক্ষেপে OBE বলে সম্বোধন করা হয়। OBE ব্রিটিশ রাজ পরিবারের দ্বিতীয় সর্বোচ্চ রাজকীয় সম্মাননা। যার অবস্থান CBE এর পরে এবং MBE এর আগে। বাংলাদেশী বংশোদ্ভূত জনাব লুৎফর রহমান, ম্যানচেস্টার সিটি কাউন্সিলের লংসাইড এলাকা থেকে লেবার দলের মনোনয়ন নিয়ে বিজয়ী হয়ে বিগত ১২ বৎসর যাবৎ কাউন্সিলর হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

লুৎফুর রহমানের OBE খেতাব অর্জনে বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের মাত্রা যোগ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দল মত নির্বিশেষে  অভিনন্দনের বন্যা বয়ে যায়।

এখানে উল্লেখ্য যে, কাউন্সিলর লুৎফুর রহমান OBE ১৯৮০ সালে পরিবারের সাথে ব্রিটেনে আসেন। পড়ালেখার পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে ও জড়িত ছিলেন।  তিনি জগন্নাথপুর  উপজেলার পাটলী গ্রামের কৃতিসন্তান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের বাসিন্দা, যুক্তরাজ্যের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, ম্যানচেষ্টার শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামী লীগ এর সভাপতি জনাব সুরাবুর রহমানের বড় ছেলে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *