#দেশের খবর

বেদনাদায়ক : পুত্রের মৃত্যুর শোকে পিতার মৃত্যু।

গত ১১ তারিখে শনিবার ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকার বাসিন্দা, বাগবাড়ী পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরব্বী হাজী তেরা মিয়া চৌধুরী সাহেবের জ্যেষ্ঠ সন্তান শাহীন চৌধুরী কোরোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। শাহীন চৌধুরী ছিলেন ছাতকের তরুণ সমাজের নেতৃত্ব দানকারী একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। একই সাথে উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ছিলেন । শাহীন চৌধুরীর হটাৎ মৃত্যুতে ছাতকজুড়ে শোকের ছায়া নেমে আসে। সবাই স্তব্ধ হয়ে যায়।

পুত্র হারানোর শোকে ম্যুহমান হয়ে পড়েন পিত হাজী তেরা মিয়া চৌধুরী। কোনো ভাবেই নিয়তির এই চরম সত্য কে মেনে নিতে পারছিলেন না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কারো শান্তনা নাই যেনো পিতার মন কে শান্তনা দিতে পারছিলোনা। অবশেষে পৃথিবীর সর্বোচ্চ ওজনের শোক ” পিতার কাঁধে সন্তানের লাশ ” এর ব্যথা সইতে না পেরে আজ কে সোমবার বিকাল ৩.৩০মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন। ৩ দিনের ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যুতে ছাতক জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *