#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারে করোনা ভাইরাস সংক্রামন এখনো উর্ধমুখী।

অক্টোবরের প্রথম সপ্তাহে এসেও গ্রেটার ম্যানচেস্টারে কভিড -১৯ এ আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা, বরঞ্চ বাড়তির পথে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারায় এক সপ্তাহে ২৯৯৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু ম্যানচেস্টারেই পাওয়া গেছে ৫৪১ জন।

বিশেষজ্ঞদের মতে, ম্যানচেস্টারের বৃহৎ দুই বিশ্ব বিদ্যালয়ের শিক্ষর্থীদের উশৃংখল জীবন যাপন এবং স্বাস্থ্য বিধি না মানার কারণেই হঠাৎ করে এই বারায় আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

বলটন, ওল্ডহ্যাম ও স্টকপোর্টে স্থানীয়ভাবে লক ডাউন বিধি নিষেধ থাকা সত্ত্বেও সংক্রামন রোধ করা যাচ্ছেনা।
বলটন কিছুটা স্থিতিশীল থাকলেও বাকি ৯টি বারায় রোগী বৃদ্ধির হার উর্ধমুখী।

এছাড়া, গ্রেটার ম্যানচেস্টারের স্কুলগুলিতেও ক্রমাগত বাড়ছে কভিড -১৯ এ আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত ১০টি বারায় ৪০০টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অফিস কর্মীদের মধ্যে করোনা সংক্রামন দেখা গেছে। বেশির ভাগ স্কুলের অর্ধেক এবং কোন কোন স্কুলের শত ভাগ জনসংখ্যাই সেলফ আইসোলেশনে রয়েছে।

সরকার বিভিন্ন সময় বলে আসছিলো করোনা ভাইরাসের ২য় তরঙ্গের কথা। পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায়, ২য় তরঙ্গের শুরু ইতিমধ্যেই হয়ে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে অবস্থা কোন উচ্চতায় গিয়ে পৌঁছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *