#গ্রেটার ম্যানচেস্টার

ঘন্টা ভর আটকে ছিলেন ট্রাফোর্ড সেন্টারে।

ম্যানচেস্টারে শুধু নয়, পুরো নর্থ ওয়েস্টের মধ্যে অন্যতম বৃহৎ বিপনী ও বিনোদন কেন্দ্র হচ্ছে ট্রাফোর্ড সেন্টার। আশেপাশের ১০০ মাইল থেকে মানুষজন আসেন কেনা – কাটা, বিনোদন ও খাবারের স্বাদ নিতে। সপ্তাহ জুড়ে আনা গোনা থাকলেও, সপ্তাহান্তে ভীড়ের পরিমান দ্বিগুন হয়ে যায়।

শনিবার (৩ অক্টোবর) এর ব্যতিক্রম হয়নি। বৃষ্টির কারণে মানুষের উপস্থিতি আরো বেশি ছিলো। দিনভর কেনা কাটা, খাওয়া দাওয়া, সিনেমা দেখে ফেরার পথে বাধে বিপত্তি। ট্রাফোর্ড সেন্টারের ৪টি কার পার্ক, যাদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা প্রায় ১০ হাজার, শনিবার বিকেলে কার পার্ক থেকে বেরিয়ে আসার সময় দীর্ঘ ট্র্যাফিক জ্যামে পড়েন ক্রেতা সাধারণ। কার পার্ক থেকে রোডগুলি এসে মূল সড়কে যেখানে সংযুক্ত হয়েছে, সেখানে আগে থেকেই জ্যাম লেগে থাকায় ট্রাফোর্ড সেন্টার থেকে কেউ বেরুতে পারছিলেন না। ক্রমে ক্রমে লাইন দীর্ঘ হতে থাকে। কেউ কেউ ফেসবুক ও টুইটারে হতাশা জানিয়ে লিখেছেন ‘তিন ঘন্টা ধরে আটকে আছি কার পার্কে, কেউ এসে আমাদের উদ্ধার করো !’

ট্রাফোর্ড সেন্টার কর্তৃপক্ষ পরবর্তীতে টুইট করে সবার কাছে দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, মূল সড়কে অপ্রত্যাশিত ট্রাফিক জ্যাম থাকায় তাদের ক্রেতাগণ কার পার্ক থেকে বেরুতে পারছেনা। পরিস্থিতি সামাল দিতে সেন্টার কর্তৃপক্ষ অতিরিক্ত কর্মী পাঠিয়েছে কার পার্কে, পাশাপাশি স্থানীয় পুলিশ চেষ্ঠা করছে মূল সড়ক থেকে জ্যাম সরাতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *