অলীক – আমিনা তাবাস্সুম।
কী যে এক যন্ত্রনায়,
কিসেরই প্রতীক্ষায়,
সারাদিন কেটে যায়।
প্রতিটা ক্ষনে ক্ষনে,
শয়নে কি স্বপনে,
হৃদয়ের গহীনে।
ভেবে ভেবে একাকার,
আমি কার কে আমার,
কেন এই হাহাকার ?
মন তবু মানেনা,
কোনো বাধা জানেনা,
চেনা তবু অচেনা।
ছুটে যাই বহুদূর,
যেখানেতে রোদ্দুর,
অজানায় সুমধুর।
সেখানেতে প্রিয় মুখ,
বুক টা যে ধুক ধুক,
এই বুঝি পেলো সুখ।
ছুঁয়ে দিতে চায় মন,
হৃদয়ে অনুরণন,
প্রেমেতে অবগাহন।
ছোঁয়া তারে যায় না,
সেতো শুধু ছলনা,
মন তবু মানেনা।
স্বপ্ন ভেঙে যায়,
সুখ পাখি উড়ে যায়,
জেগে দেখি আমি হায়।
কী যে এক যন্ত্রনায়,
কিসেরই প্রতীক্ষায়,
এ জীবন কেটে যায়।





