#সিলেট বিভাগ

কোম্পীনগঞ্জে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার।

চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর রাতে কোম্পানীগঞ্জ থেকে ২৫০ বোতল অফিসার চয়েজ মদ সহ দুই জন কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের তত্ত্বাবধানে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সারে চার ঘটিকায় কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিন কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ (দুই শত পঞ্চাশ) বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল কোম্পানীগঞ্জ থানাধীন ডাকাতিবাড়ি সাকিনের মঈন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২৪) এবং একই সাকিনের মৃত আলকাছ মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩২)। এই ঘটনায় এসআই হিরক সিংহ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, পুলিশ সুপার মহোদয়ের পরিকল্পনায় সিলেট জেলা কে মাদক মুক্ত করার প্রত্যয়ে আন্তরিকভাবে কাজ করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ ভোর রাতে কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমান বিদেশী মদ সহ দুইজন কে গ্রেফতার করা হয়েছে।ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *