ওল্ড ট্রাফোর্ডে একজন ছুরিকাহত।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ওল্ডট্রাফোর্ডের আলবিওন স্ট্রিটে ছুরিকাহত অবস্থায় পুলিশ এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটের দিকে তাদের কন্ট্রোল রুমে অজ্ঞাতনামা কেউ ফোন করে জানায় যে, আলবিওন স্ট্রিটে আহত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে। পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে ছুরিকাহত ব্যক্তিটিকে উদ্ধার করে এম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সে এখন আশংকা মুক্ত আছে। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে পুলিশ পুরো আলবিওন স্ট্রিটটি সীল করে দিয়েছে। বিষয়টির আদ্যোপান্ত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি।





