চিটামিলে গোলাগুলি !
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ম্যানচেস্টারের চিটামিল এলাকার হিথ স্ট্রিটে গোলাগুলির ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি শনিবার রাতে হিথ স্ট্রিটের একটি বাড়িকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে না পেলেও গুলির আলামত দেখতে পায়। পুরো এলাকা জুড়ে তল্লাশি চলছে। গ্যাংস্টারদের দৌরাত্ম চিটামিলে বেড়েই চলেছে, পুলিশ ধারণা করছে এই ঘটনাটি গ্যাং ফাইটের একটি অংশ হতে পারে।
চিটামিল এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালানোর সুবিধার্থে গ্রেটার ম্যানচেস্টার পুলিশকে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে। এই ক্ষমতা বলে পুলিশ যে কাউকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, এমনকি তল্লাশিও করতে পারবে।





