ইচ্ছে মৃত্যু — সারোয়ার চৌধুরী
ইচ্ছে মৃত্যু
সারোয়ার চৌধুরী
মৃত্যুর পর আমার দেহের খন্ড খন্ড
টুকরোগুলোকে কোন সাংবাদিক ছবি তুলে কাগজের কোন এক কোনায় লিখে দিবে ,
একটি আত্মহত্যা – একটি অকালমৃত্যু ।
দেহের খন্ডিত টুকরোগুলো তখন ফেটে পড়বে অট্টহাসিতে – অকালমৃত্যু কি করে হলো !
আমি তো জীবনের সময় পার করে দিয়েছি
দুই তৃতীয়াংশ ! এ অপমৃত্যু ।
একটি ডায়েরি বড্ড যত্ন করে
আগলে রেখেছি আমি ,
একটি মৃত ডায়েরি !
ডায়রীটিতে অনেকগুলো মৃত গল্প আছে ,
আছে কতগুলো লাশ !
আমি ডায়েরিটিকে লাশের কফিন ভাবি
ভাবি সব কয়টা ভালবাসার অপমৃত্যু ।
বিশ্বাসের লাশ ,
অনুভুতির লাশ ,
কল্পনার লাশ ,
ভালবাসার লাশ !
কেবল লাশেরই বসবাস ,
কতশত রক্তাক্ত লাশ !
লাশগুলো চিৎকার করছে কফিনে ।
ভাবছি সেই কফিনটি পুড়ে ফেলবো
সব কটি লাশ সহ আত্মার শান্তি কামনায়
কেউ দেখবে না
কেউ জানবে না
এতগুলো লাশের পোড়া গন্ধ
কিংবা তীব্র আর্তনাদের মহাধ্বনী
ছাইগুলো মিশে যাবে বাতাসে
আমার আর কখনোই পড়া হবে না
সেই মৃত ডায়েরিটি।





