ইতালির সংবাদ মাধ্যমে বাংলাদেশ !
গত সপ্তাহে ইতালিতে ২২৫ জন বাংলাদেশির একটি ফ্লাইট যায় ইতালিতে যেখানে ২১ জন কে কোরোনা পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়। ইতালি প্রশাসন এই ফ্লাইট কে করোনা বোমা হিসেবে উল্ল্যেখ করে। আজ কে আবার ১১৫ জনা বাংলাদেশীর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট কে ইতালি প্রশাসন গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং পরবর্তীতে ফেরত পাঠায়। এরই মধ্যে বাংলাদেশের রিজেন্ট হাসপাতালের ভুয়া কোরোনা টেস্ট জালিয়াতির কেলেঙ্কারি নিয়ে ইতালির একটি জাতীয় দৈনিক হেড লাইন রিপোর্ট করে।
একর পর এক এ ধরনের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিকে ইউরোপীয় দেশ সমূহ তথা বহির্বিশ্বের কাছে চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে। আজকের ইতালির স্থানীয় দৈনিকের এই খবর স্থানীয় ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্যে চরম অসস্থির কারন হয়ে দাঁড়িয়েছে। মিলান প্রবাসী বাংলাদেশী রাসেলের মতে, ইতালির স্থানীয় জনগনের কাছে আজকের এই খবর ব্যাপক প্রভাব ফেলেছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কোরোনা মুক্তির সার্টিফিকেট নিয়ে আসা প্রবাসীদের জন্যে নতুন সমস্যার কারন হয়ে দাঁড়াবে। তিনি বলেন, সরকার এখনই যদি কোনো উদ্দ্যেগ না নেয় তাহলে পুরো ইউরোপের কাছে ঝুঁকির মুখে পড়বে বাংলাদেশ।





