লক ডাউন নীতিতে পরিবর্তন আসছে গ্রেটার ম্যানচেস্টারে।
গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারার মধ্যে ওল্ডহ্যাম ও বলটন ছাড়া বাকী সবগুলিতে আগামী মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর থেকে লক ডাউন নীতিতে কিছু শিথীলতা আসছে।
৮ই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে উল্লেখিত বারাগুলিতে ক্যাসিনো, কনফারেন্স হল, এক্সিবিশন সেন্টার, বোলিং, স্কেটিং ভেন্যু, ইনডোর স্পোর্টস হল, বিউটি পার্লার ইত্যাদি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার অনুমতি দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে যে কেউ এই সকল সুবিধাদি ভোগ করতে পারবেন।
অধিক মাত্রায় কভিড-১৯ এর সংক্রামনের হার থাকায় ওল্ডহ্যাম ও বলটন পূর্ন লক ডাউনের আওতায় থাকবে।
এছাড়া, পাবলিক হেলথ ইংল্যান্ড আগামী ১১ই সেপ্টেম্বর গ্রেটার ম্যানচেস্টারের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী স্বাস্থ্যবিধি নীতি ঘোষণা করবে।





