উইদেনসওতে অপহরণের দায়ে দুই ব্যক্তি গ্রেফতার।
গত শনিবার এক ব্যক্তিকে অপহরণ ও মারধরের অপরাধে উইদেনসও থেকে ৪৪ ও ৪৬ বছর বয়স্ক দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, অজ্ঞাতনাম উক্ত ব্যক্তিকে উপরোক্ত দুই ব্যক্তি গত শনিবারে দুপুর ১২:৪৫ মিনিটের দিকে উইদেনসওর সোয়ানজি এভিনিউ থেকে অপহরণ করে সাদা মার্সেডিজ ভ্যানের পিছনে বেঁধে ফেলে রাখে।
পরে মারধর করে অপহৃতকে ভ্যান সমেত বাগলে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ভ্যান সহ অপহৃতকে উদ্ধার করে।
অপহৃত ব্যক্তির দেহে একাধিক আঘতের চিহ্ন পাওয়া যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ভ্যানের সূত্র ধরে পুলিশ উক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে গত মঙ্গলবার। তারা বর্তমানে জামিনে আছে। ফরেনসিক অফিসাররা সাদা মের্সেডিজ ভ্যানটি থেকে আরো আলামত ও তথ্য সংগ্রহের চেষ্ঠা চালাচ্ছেন।





