মৌলভীবাজার সদর হাসপাতালে আগুন !
মৌলভীবাজার সদর হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের দ্বিতীয় তলার সার্জারি ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় হাসপাতালটি।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ১০-১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে নিয়ে আসতে সক্ষম হয়।
মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, প্রথমে ধারণা করে ছিলাম হয়তো বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে দেখা যায় সার্জারি ওয়ার্ডের বাথরুমে কে বা কারা সিগারেট খেয়ে সিগারেটের আগুন ফেলে যায়। সিগারেটের আগুন থেকে বাথরুমের দরজায় আগুন ধরে যায়।
তিনি আরও বলেন, আগুন লাগার কারনে বাথরুমসহ পুরো সার্জারি ওয়ার্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে ফায়ার সাভিসের চেষ্টায় কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে।
মৌলভীবাজার ফায়ার সাভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি, তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলে যাওয়ার কারনে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে আগুনে বাথরুমের দরজার কিছু ক্ষতি হলেও বড়ধরনের কোন ক্ষতি হয়নি।





