পৃথিবীর সবচেয়ে দামি ভেড়া বিক্রি করলেন স্টোকপোর্টের ফার্মার ৩৬৮,০০০ পাউন্ডে !
স্কটল্যান্ডের একটি নিলামে এ যাবৎ কালের সর্বোচ্চ মূল্যে একটি টেক্সাল জাতের ভেড়া বিক্রি হয়েছে ৩৬৮,০০০ পাউন্ডে।
স্টকপোর্টের মেলর হল ফার্মের কৃষক চার্লি বোডেন ও তার পরিবার ‘ডাবল ডায়মন্ড’ খ্যাত এই বিশেষ সংকর জাতের ভেড়াটি স্কটল্যান্ডের লানারক শহরে অনুষ্টিত ‘স্কটিশ ন্যাশনাল টেক্সাল’ নিলামে তুলেন। ১০,৫০০ পাউন্ড প্রারম্ভিক মূল্য থেকে মুহূর্তের মধ্যেই এর ডাক ৩৬৮,০০০ পাউন্ডে উঠে যায়। স্কটল্যান্ডের তিনটি ফার্ম যৌথভাবে সর্বোচ্চ দাম হেঁকে এই বিশেষ প্রজাতির ভেড়াটি কিনে নেন।
ক্রেতাদের একজন জেফ এইকেন বলেন, পেডিগ্রি টেক্সাল জাতের এই ভেড়াটি যুক্তরাজ্যের মধ্যে সর্ব শ্রেষ্ঠ ভেড়া প্রজাতি। আমরা আনন্দিত ভেড়াটিকে আমাদের ফার্মে সংযুক্ত করতে পেরে। এর মাধ্যমে আগামীতে আরো অনেক সেরা জাতের ভেড়া উৎপন্ন করতে পারবো বলে আশা রাখি।





