#সাহিত্য ও সংস্কৃতি

সাগর সঙ্গমে — সারোয়ার চৌধুরী

আকাশে জেগেছিলো কাল হাজার আকাশ

সহস্রাধিক স্বপ্ন থেকে উঠে আসে একটি রাত
মেঘের মতো তোমার চুলে
চাঁদের আলোর লুকোচুরি জোয়ার আনে
আমার শীর্ণ আঙুল সমুদ্রের জলে খেলে
ঐ বরফ ছোঁয়ায় ছিলো কি তীব্র সুখ ,আনন্দ কি!
কাল কি পূর্ণিমার রাত ছিলো – অরুন্ধতী ?

নিরব শব্দের প্রেম বুকে ধারণ করে
সাগর-খেলা করা সোনালী বাতাসে
যোগ বিয়োগের কথা স্মরণ করায়-তাই
ঐ মৃত জলে বেঁচে থাকা স্বর কান্নায়
রাত জেগে থাকে আমার মনের চোখে
ফিকে হয়ে আসা অন্ধকারের মাঝে ।

পাহড়ের মত বিশাল হয়ে ওঠে শব্দগুলো
আমি বসে রই মুহূর্তের কালে
ডানা মেলবার আকাঙ্ক্ষায় থাকা ভাবনাগুলো
ছটফট করে বেদনার হিমে ।
আহা কি তীব্র বেদনা , কষ্ট কি !
কাল কি পূর্ণিমার রাত ছিলো – অরুন্ধতী ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *