একজন আলাউদ্দিন আহমেদ।

একজন মানুষ অমর হয়ে থাকেন তার কাজ, ব্যবহার ও চিন্তা শক্তির মধ্যে। সমাজ তাকে শ্রদ্ধা করে এ সকল কাজের বাস্তব প্রতিফলনে । স্বার্থের এই দুনিয়ায় এ ধরনের মানুষ এখন খুবই নগণ্য ও দুষ্কর।
এই রকমই একজন অসাধারণ মানুষ ছিলেন আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ। যিনি ম্যানচেস্টার শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান । আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন আহমদ ১৫ই জুন সকাল ১১:৫৫ মিনিটে ইন্তেকাল করেন। তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ১১টার সময় ম্যানচেস্টারের সাউদার্ন সেমেট্রিতে ।
এই কোরোনা কালীন ক্রান্তিকালে উনার জানাজায় সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের উপস্থিতি ছিলো লক্ষণীয়। একই সাথে প্রকৃতির সহযোগিতা ছিলো অবাক করার মতো। জানাজা শুরু আগেও চলছিলো মুসলধারায় বৃষ্টি, সবাই ছিলেন শঙ্কিত কিন্তু লাশ বাহী গাড়ি কবরস্থানে আসার সাথে সাথে সব যেনো থেমে যায়। প্রকৃতি অবাক করে দেয় উপস্থিত সবাই কে।
ম্যানচেস্টারের রুশমে অবস্থিত, ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী মসজিদ শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারে মরহুম আলাউদ্দিন আহমেদের অবদান লিখে বা বলে শেষ করা যাবে না।
তিনি ছিলেন একজন ব্যতিকক্রমি চেয়ারম্যান। তার মধ্যে ছিলো না কোনো অহমিকা। যখনই কেউ মারা গিয়েছেন আর লাশ শাহজালাল মসজিদে আসবে শুনেছেন তখনই তিনি হাজির হয়ে গিয়েছেন লাশ ধোয়া থেকে দাফন পর্যন্ত সকল কার্যক্রম সম্পাদনে। উনার সম্পর্কে বলতে গিয়ে শাহজালাল মসজিদের ইমাম সাহেব বলেন, জনাব আলাউদ্দিন সাহেব ছিলেন মসজিদের প্রকৃত খাদেম। তিনি আরো উল্লেখ করেন, তিনি দ্বীনের খেদমতে বাচ্চাদের কে ঘর থেকে মসজিদে আনা নেওয়া করতেন। উনার কারনে আমাদের অনেক সন্তান কোরআনে হাফিজ হয়েছে।
সবাইকে একদিন যেতে এটা চিরন্তন সত্য। কিন্তু আলাউদ্দিন আহমেদের মতো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বীনের খেদমতদার হয়ে মৃত্যু বরণ করাটা চরম সৌভাগ্যের । আল্লাহ উনাকে বেহেস্তের সবোর্চ্চ মর্যাদা দান করুন, আমিন।
Begum
23rd Jun 2020Masha’Allah