ম্যানচেস্টার ইউনাইটেড ট্রেনিং গ্রাউন্ডের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ক্যারিংটন এলাকার ম্যানচেস্টার ইউনাইটেড ট্রেনিং গ্রাউন্ডের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালের দিকে কেউ একজন ইমার্জেন্সি সার্ভিসে কল করে জানায় যে, ম্যানচেস্টার ইউনাইটেড ট্রেনিং গ্রাউন্ডের পাশের হাঁটা পথের ধারে কেউ একজন পড়ে আছে। খবর পেয়ে প্রথমে এম্বুলেন্স ও পরে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে। প্যারামেডিক্স পরীক্ষা করে যুবককে মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশটিকে ময়না তদন্তের জন্যে প্রেরণ করে।
পুলিশ এখনো নিশ্চিত ভাবে যুবকটির মৃত্যুর কোন কারণ খুঁজে পায়নি। ফরেনসিক বিভাগের অফিসাররা ঘটনা স্থলের আশে পাশে আলামতের জন্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। মৃত যুবকের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।





