রচডেলের কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মাসুক মিয়া আর নেই।
রচডেল (Rochdale) কমিউনিটির সুপরিচিত মুখ, জালালিয়া জামে মসজিদ কমিটির সদস্য, রচড়েল (BACP) বাংলাদেশ এসোসিয়েশন এন্ড কমিউনিটি প্রজেক্টে দীর্ঘদিন কর্মরত অত্যন্ত ভাল মনের মানুষ সবার প্রিয় সৈয়দ মাসুক মিয়া সাহেব গত রাত ১.২৫ মিনিটে ম্যানচেস্টার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন। সাদা মনের মানুষ হিসেবে পরিচিত সৈয়দ মাসুক মিয়ার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।





