#গ্রেটার ম্যানচেস্টার

কঠিন লক ডাউন সাফল্যের পথে – ম্যানচেস্টার মেয়র।

সম্পাদকীয় :
দ্রুত গতিতে করোনা ভাইরাস সংক্রামণের কারণে গত ৩০শে জুলাই গ্রেটার ম্যানচেস্টারে স্থানীয় ভাবে লক ডাউন ঘোষণা করা হয়। ১০টি বারা নিয়ে গঠিত গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যাম, রচডেল, বলটন ও ট্রাফোর্ড এলাকায় আশংখাজনক ভাবে বৃদ্ধি পেতে থাকে কভিড -১৯ এ আক্রান্তের সংখ্যা, যার মধ্যে ওল্ডহ্যাম ছিলো সর্বোচ্চ। আগস্টের প্রথম দুই সপ্তাহে ওল্ডহ্যামের অবস্থা ভয়াবহ আকার রূপ নেয়।

বর্ধিত সংখ্যাকে নাগালে আনতে যখন সকল প্রচেষ্ঠা ব্যর্থ হতে দেখা যাচ্ছিলো, তখন ওল্ডহ্যাম বারা কর্তৃপক্ষ আরো কঠিনতর আইন প্রয়োগের কথা ভাবছিলেন, যার মধ্যে দুই একটা গত সপ্তাহে বলবৎ করা হয়, যেমন একই পরিবারের সদস্য ছাড়া গৃহে মিলিত হওয়া, পরিবারের সদস্য ব্যতিত একসঙ্গে বাইরে খেতে যাওয়া ইত্যাদি।

এতসব কঠিন বিধি নিষেধের আরোপের মধ্যে গত সপ্তাহান্তে কিছু ভালো খবর নিয়ে সামনে আসলেন ম্যানচেস্টার মেয়র এন্ডি বার্নহাম। তিনি বলেন, লক ডাউনের সুফল আমরা পেতে চলেছি। গত ২১শে অগাস্ট পর্যন্ত সপ্তাহান্তের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে , ওল্ডহ্যামে করোনা আক্রান্তের সংখ্যা প্রথম বারের মতো কমতির পথে। গত এক সপ্তাহে ওল্ডহ্যামে ১৪৪ জন সংক্রামিত হয়েছে যা বিগত সপ্তাহগুলি থেকে ৩৬ শতাংশ কম। পাশাপাশি রচডেল, বলটন ও ট্রাফোর্ড বারার অবস্থাও উন্নতির দিকে। এভাবে চলতে থাকলে আমরা খুব শিগ্রীই করোনা ভাইরাস হতে সম্পূর্ণ রূপে মুক্ত হয়ে যাবো।

তিনি আরো বলেন, সাফল্যের সু-বাতাস আমরা পেতে চলেছি, তাই আমাদের উচিত এটাকে ধরে রাখা। তিনি গ্রেটার ম্যানচেস্টারবাসীর নিকট অনুরোধ জানিয়ে বলেন , যাতে সবাই স্বাস্থ্যবিধি সম্পূর্ণ রূপে মেনে চলে। লক ডাউনের সাফল্য থেকে সহজেই অনুনেয় যে এটা কতখানি প্রয়োজন ও কার্যকরী। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সরকারী স্বাস্থ্যবিধি ও নীতিমালার প্রতি নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *