#গ্রেটার ম্যানচেস্টার

অবৈধ পার্টি করার দায়ে চারজন গ্রেফতার

শনিবার রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ বলটন বারার ফার্নওর্থ এলাকার ত্রুমক গ্রোভের একটি বাসায় পার্টি বন্ধ করতে গেলে, পার্টিরত উশৃঙ্খল লোকজন তাদের উপর হামলা চালায়।

বলটন পুলিশ জানায়, তাদের কাছে তথ্য আসে যে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে, প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা ত্রুমক গ্রোভের একটি বাসার আঙিনায় বিশাল সামিয়ানা টাঙিয়ে পার্টি করছে। উচ্চ ধ্বনিতে গান বাজানোর সাথে সাথে অভ্যাগতদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ট। খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশের ভ্যান বাড়ীর আঙিনায় পৌঁছা মাত্র একজন মদ্যপ বিয়ারের বোতল ছুড়ে মারে, এতে করে পুলিশ ভ্যানের সামনের গ্লাস ভেঙে যায়। অফিসাররা সাথে সাথে ওই লোকটিকে ধাওয়া করে এবং টিজার ছুঁড়ে মারে। লোকটিকে হাতকড়া পড়িয়ে পুলিশ ভ্যানে উঠাবার পূর্ব মুহূর্তে অন্যান্য উশৃঙ্খল ব্যক্তিরা এসে পুলিশের সাথে বাত বিতন্ডায় জড়িয়ে পরে। পুলিশ তাদেরকে চলে যেতে বললে, কথা না শুনে উল্টো গালাগালি করতে থাকে। পরিস্থিতি নাগালের বাইরে যাচ্ছে দেখে পুলিশ বাধ্য হয়ে আরো তিনজনকে গ্রেফতার করে।

বলটন পুলিশের চিফ ইন্সপেক্টর জানান, লক ডাউন অবস্থায় পার্টি করা নিষেধ জেনেও কিছু মানুষ তা গ্রাহ্য করছেনা। করোনা কালিন পরিস্থিতিতে যখন সমগ্র ম্যানচেস্টার এর থেকে পরিত্রানের জন্যে একজোট হয়ে কাজ করছে, তখন এরকম কিছু মানুষের লজ্জাহীন আচরণ সত্যিই উদ্বেগ জনক।

তিনি আরো বলেন, ত্রুমক গ্রোভে পুলিশের সাথে অসদাচরণ করার জন্যে যথাক্রমে ৩৩, ৫৭, ২৮ ও ৩৯ বছর বয়স্ক চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পার্টির আয়োজক এক পুরুষ ও এক মহিলাকে ১০০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, সরকারী নতুন আইনে বলা হয়েছে , এখন থেকে লক ডাউনে যারা পার্টিতে যোগ দেবেন তাদের প্রত্যেককে ১০০ পাউন্ড করে জরিমানা গুনতে হবে এবং যারা আয়োজন করবেন তাদেরকে ১০,০০০ পাউন্ড জরিমানা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *