এইডেডিয়ান ৯৭ ব্যাচের বন্ধুদের ঈদ পুনর্মিলিনী ও আনন্দ ভ্রমণ !

কালের পরিক্রমায় অনেক কিছু হারিয়ে গেলেও, মুছে যায়না শৈশবের স্মৃতি, ভুলে যাওয়া যায়না স্কুলের বন্ধুদের। দুরন্তপনার কৈশোর পেরিয়ে জীবিকার তাগিদে সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে রং পাল্টেছে প্রিয় মুখগুলি, কিন্তু স্কুল জীবনের কৈশোরের স্মৃতি নিয়ে এখনো একসাথে সময় কাটান একঝাঁক প্রাণবন্ত মানুষ ।সময় পেলেই আড্ডায় মেতে উঠেন সবাই।তারা আর কেউ নয়, তারা হচ্ছেন সিলেটের ঐতিহ্যবাহী এবং সুনামধন্য দি এইডেড হাই স্কুলের এসএসসি ৯৭ ব্যাচের সহপাঠী বন্ধুরা।
গত ২১ আগস্ট (শুক্রবার) ঈদ পুনর্মিলনী ও আনন্দঘন একটি দিন কাটানোর জন্য তারা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি জৈন্তিয়া, লালা খাল ও জাফলংয়ের দর্শনীয় স্থান ভ্রমন করেন।সকল বন্ধুদের ঐকান্তিক প্রচেষ্টায় বনভোজন পরিণত হয় এক মিলনমেলায়।বনভোজনের পাশাপাশি বিভিন্ন শারীরিক কসরতের মাধ্যমে ফিরে যাওয়ার চেষ্ঠা ছিলো সেই সোনালী অতীতে। খেলাধুলা, রেফেল-ড্র, গল্প-আড্ডা এবং গানে সবাই মেতে উঠেন প্রাণের উচ্ছাস নিয়ে।
তারা ভাষ্যমতে, স্কুল জীবনের স্মৃতিময় দিনগুলো ভুলে থাকার নয়। আমরা সহপাঠী বন্ধুরা সময় পেলেই একসাথে আড্ডায় একত্রিত হই। এতে আমাদের বন্ধুত্ব আরো গভীর হয়।আর এসব ভ্রমন থেকে আমরা যে মানসিক আনন্দ পাই তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আগামীতেও আমাদের এরকম ঐক্যবদ্ধ মিলবন্ধন অব্যাহত থাকবে।