ম্যানচেস্টারের লংসাইটে দুই কিশোর ছুরিকাহত।
ম্যানচেস্টারের লংসাইট এলাকায় গতকাল রাতে এক ছুরিকাঘাতের ঘটনায় দুই কিশোর গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ডিকেনসন রোডে স্থানীয় সময় রাত প্রায় ৯টা ৩০ মিনিটে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (GMP) জানিয়েছে, আহত দুই কিশোরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর কিন্তু আশংকাজনক নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। ঘটনাস্থলে বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, এবং এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে জানান,
“হঠাৎই চিৎকার শুনে আমরা বাইরে দৌড়ে যাই। দেখি দুই তরুণ রাস্তায় পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে। পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত এসে তাদের নিয়ে যায়।”
পুলিশ এখনো কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করার কথা জানায়নি, তবে তারা বলেছে যে তদন্ত চলছে এবং এটি “টার্গেটেড অ্যাটাক” ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে, কেউ যদি ঘটনাস্থলের সময় কাছাকাছি থেকে কিছু দেখে থাকে বা আশেপাশের কোনো CCTV বা ড্যাশক্যাম ফুটেজ থাকে, তবে যেন তারা তথ্য সরবরাহ করেন।




