স্টকপোর্টে অসামাজিক আচরণের ঘটনা বৃদ্ধি, পুলিশ টহল জোরদার।
স্টকপোর্ট কাউন্সিল আওতাধীন বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে অসামাজিক ও বিপজ্জনক আচরণের একাধিক ঘটনার পর, গ্রেটার ম্যানচেস্টার পুলিশ স্টকপোর্টে অতিরিক্ত টহল বাড়ানোর ঘোষণা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) ব্রিনিংটন এলাকায় তিনটি বাসে হামলার ঘটনা ঘটে। এক যাত্রী আঘাতপ্রাপ্ত হন, তবে তার আঘাত সামান্য। এছাড়াও এম৬০ মোটরওয়ের ওপর বিভিন্ন বস্তু নিক্ষেপের ঘটনাও ঘটেছে, যার ফলে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, এ ধরনের আচরণ একেবারেই অগ্রহণযোগ্য এবং তদন্ত চলছে। তারা এলাকাবাসীকে অনুরোধ করেছেন, কেউ যদি ঘটনার ভিডিও বা তথ্য পেয়ে থাকেন, তা যেন দ্রুত পুলিশের কাছে জমা দেন।
স্থানীয় প্রশাসনের মতে, এ ধরনের ঘটনা গণপরিবহন ও প্রধান সড়কে চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এটি গ্রেটার ম্যানচেস্টারের উপশহর এলাকাগুলিতে পুলিশি চ্যালেঞ্জের একটি স্পষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা।




