স্কটল্যান্ডে বাংলাদেশ সহকারী কমিশন ম্যানচেস্টারের সেবা কার্যক্রম অনুষ্টিত

স্কটল্যান্ডে বাংলাদেশ সহকারী কমিশন ম্যানচেস্টারের সেবা কার্যক্রম অনুষ্টিত :
সেবাপ্রার্থীর দোরগোড়ায় সেবা পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্কটল্যান্ডের ডান্ডি-তে দিনব্যাপী কন্সুলার সার্জারি/ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডান্ডি-তে বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধিবৃন্দের আন্তরিক সহযোগিতায় এই সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের টীম তিন শতাধিক কন্সুলার সেবা ও সেবা সংক্রান্ত তথ্যাদি প্রদান করে।
এছাড়া, সহকারী হাই কমিশনার, কমিউনিটি প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। তিনি ডান্ডি-তে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে স্থাপিত প্রথম মসজিদ ও কমিউনিটি সুবিধাদি কেন্দ্র উদ্বোধন করেন।
এই কার্যক্রমে অংশগ্রহণকারী সকলকে বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশী ও প্রবাসী বাংলাদেশী প্রতিনিধিবৃন্দকে হাইকমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
সহকারি হাই কমিশন কর্তৃক সেবাপ্রার্থীর দোরগোড়ায় সেবা পৌঁছানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও সম্প্রসারিত করার পরিকল্পনা সহকারি হাই কমিশনের রয়েছে বলে জানা গেছে।
তথ্য : বাংলাদেশ সহকারী কমিশন ম্যানচেস্টারের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।