এনএইচএস ইংল্যান্ডে চাকরি হারানোর শংকায় হাজারো কর্মী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা করেছেন যে এনএইচএস ইংল্যান্ডে হাজার হাজার চাকরি কাটতে হবে, যার লক্ষ্য হলো “আমলাতন্ত্র হ্রাস” করা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে “গণতান্ত্রিক নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা”।
সম্প্রতি এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা “অত্যধিক চাপের মুখে” এবং “বিচ্ছিন্ন” অবস্থায় রয়েছে।
এই পদক্ষেপটি আংশিকভাবে ২০১২ সালে রক্ষণশীল নেতৃত্বাধীন স্বাস্থ্যসেবা পুনর্গঠনের বিপরীত যা এনএইচএস ইংল্যান্ড প্রতিষ্ঠা করেছিল, যার দায়িত্ব ছিল এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা।
সরকারের দাবি, এনএইচএস ইংল্যান্ডে “জবাবদিহিতার সুস্পষ্ট কাঠামো ছাড়া আমলাতন্ত্রের অতিরিক্ত স্তর” তৈরি হয়েছে, যা কমিয়ে আনা প্রয়োজন।