পাষাণী-২ : সামছুদ্দোহা ফজল সিদ্দিকী
ভালোবেসে দূরে রাখিস
তোর মনেতে ছল!
তোর হৃদয়ে ঢেউ উঠেরে
চোখে প্রেমের জল!
একলা বসে ভাবি শুধু
কারে কিযে কই,
কারো ধারে ভিড়িনারে
নিজে একা রই।
কারে দেখাই হৃদয় খুলে
মনে আগুন রয়,
বন্ধু তোরে ভালবাসি
মনটা শুধু কয়।
দুঃখের অনল ঘরে বাইরে
তুলে তুফান ঢেউ,
দুঃখী মনের এত জ্বালা
বুঝে নাতো কেউ।
জ্বলে নামি ডাঙ্গায় উঠি
বলি হায়রে হায়!
কলিজাটা যায়রে ছিঁড়ে
দেখানো না যায়!
তোর প্রেমেতে এত জ্বালা
জানি নারে শ্যাম,
ভুলে কভু করতাম নারে
কালার সাথে প্রেম!
এমন জ্বালা আছে বন্ধু
আগে জানতাম না,
ভুল করে ও কোন দিন রে
পাশে আসতাম না।
জ্বালায় জ্বালায় মরি আমি
পাগল হয়ে যাই!
বন্ধুর বিষের ছোবল খেলাম
পাবো কোথায় ঠাঁই!





