বিপুল ভোটে বিজয়ী ব্যারিস্টার সুমন।

সিলেট প্রতিনিধি :
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ তিনি। ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা। এখন অবশ্য নেই। সেই সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন) হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ‘বিপুল ভোটে’ এগিয়ে আছেন। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ভোটের হিসাবে পেছনে ফেলে সায়েদুল হক জয়ের পথে রয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
হবিগঞ্জ-৪ (মাধবপুর ও চুনারুঘাট) আসনের বর্তমান এমপি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর আসনে চমক দেখিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সবশেষ প্রাপ্ত তথ্যে অনুযায়ী ঈগল প্রতীকে তিনি পেয়েছে ১ লাখ ৭০ হাজার ভোট। অপরদিকে নৌকার প্রার্থী মাহবুব আলী পেয়েছে ৩০ হাজার ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়নি।