তাহিরপুরে শাহিদাবাদ বর্ডার হাটের উদ্বোধন ২৪ মে।
আগামী ২৪ মে বাংলাদেশ সীমান্তে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহিদাবাদ বর্ডার হাটটি চালু হচ্ছে। উপজেলার সীমান্তের বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা (গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস) এলাকার মধ্যবর্তি স্থানে নির্মিত বর্ডারহাটটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবে দুই দেশের দায়িত্বশীলগন। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
তবে এখনও বর্ডার হাটে গিয়ে ক্রেতা ও ব্যবসায়ীরা ক্রয় বিক্রয় করার জন্য আবেদন কারীরা পাস কার্ড পায়নি। এনিয়ে আবেদনকারীদের মধ্যে পন্য ক্রয় ও বিক্রয় করতে না পারার আশংকা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবেদনকারীগন জানান, শুনেছি ২৪ মে বর্ডার হাট উদ্বোধন করা হবে কিন্তু এখনও পর্যন্ত পাস কার্ড পাইনি। কবে পাব তাও জানিনা। পাস কার্ড পেলে ব্যবসা করে খেতে পারব। আমাদেরকে দ্রুত পাস কার্ড দেয়ার দাবী জানাই। এই হাট চালু হলে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসায় সম্প্রসারণ ঘটবে। ভারতীয় বিভিন্ন পন্যের চোরাচালান বন্ধ হবে।
২৪ মে বর্ডার হাট উদ্বোধনের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই সীমান্তে হাট স্থাপনের সিদ্ধান্ত হয়। এই হাটটি দেশের অন্যান্য হাটের সাথে আরো আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। এখন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। এনিয়ে দু দেশের মধ্যে কয়েকদফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বর্ডার হাট চালু হওয়ায় দু-দেশের মধ্যে বন্ধুপূর্ন সম্পর্ক আরও গভীর হল। আর সুসম্পর্ক তৈরী হবে। ব্যবসা বানিজ্য প্রসারিত হবে।





