নিয়নের আলোয় —- রুমেল মনসুর
নিয়নের আলোয় নিঃসঙ্গ পথটাও
আজ বড্ড বেশী ডুবে গেছে হতাশে
এমনকি সারমেয়রাও যেন
হারিয়েছে বনবাসে।
এই শহরে তোরা কারা থাকিস ভাই
একটি রাতের জন্য আমার সঙ্গি হওয়া চাই
পদব্রজে চলব ধিরে, দেখবো আকাশ মেঘকে চীরে
দাঁড়াবো গিয়ে সুরমার তীরে
একটা না হয় সেলফির মায়ায়
বেধেই তবে ফিরবো নীড়ে।
আমিও এই শহরের রাতের মতো একা
তাই রাত বিরোতে শহরই হতো আমার সংগি সখা
কিন্তু শহর যে আমার থমকে আছে
দেখছে কেবল যমকে কাছে
যমে মানুষে বেঁধেছে লড়াই
তবুও করোনার ফানুশ উড়াই
মানুষ হচ্ছে হুতকো ভোদাই
দেখায় কেউ নাই…
আর আমার চলার পথ নাই
পথের মানুষ নাই
একলা ঘরে, গদাই লস্করে হাপিয়ে যাওয়া জীবন
ধরণী মোর তবুও বাঁচো জীবনকে করে আপন।
– রুমেল মনসুর।






