উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী আকস্মিক সিলেট যাত্রা
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন আকস্মিকভাবে সিলেটের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
১৯ আগষ্ট তিনি প্রথমেই তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহরের দৃষ্টিনন্দন ওয়াকওয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে শাহপরাণ গেইট ও ফুটওভার ব্রীজ পরিদর্শন করেন। এসময় তিনি সকল উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল এবং ব্যক্তিগত সহকারী আবুল হোসেন।
এর আগে সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতির উদ্বোধন করেন, ফুলেল শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত করেন। পরে দুপুর ১১টায় মানিকপীর টিলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেন।
এছাড়াও বিকেলে তিনি সিলেট সিটি করপোরেশনে ‘আগামীর সিলেট’ প্রকল্প সংক্রান্ত আলোচনা সভায় যোগ দেন।





