আড্ডাবাজ ৯৭-৯৯ ইউকের ‘সমুদ্র বিলাস’ ।
এসএসসি ৯৭ ও এইসএসসি ৯৯ উত্তীর্ন শিক্ষার্থীদের সংগঠন আড্ডাবাজ ৯৭-৯৯ ইউকে আয়োজন করেছিলো সাগরপারের মিলনমেলা ‘সমুদ্র বিলাস’ ।
ছেলেবেলার স্মৃতিকে ফিরিয়ে আনার লক্ষ্যে, আড্ডাবাজ ৯৭-৯৯ ইউকে প্রতি গ্রীষ্মের ন্যায় এ বছরও যে সকল মিলনমেলার আয়োজন করেছিলো, তার সমাপ্তি ঘটলো সমদ্র বিলাস দিয়ে।
দক্ষিণ ইংল্যান্ডের এসেক্স কাউন্টিতে অবস্থিত চমৎকার গোছানো ও নয়নাভিরাম ‘ফ্রিন্টন ও সি’ সাগরপারে সকল বন্ধুরা মিলিত হয়েছিলেন গ্রীষ্মের শেষ এই মিলনমেলায়। বন্ধু, বান্ধবী ও তাদের পরিবারের সাথে একত্ব হয়ে উপভোগ করেছেন চমৎকার একটা দিন।
ভলিবল, ক্রিকেট এবং তার সাথে প্রাণখোলা আড্ডায় মেতে উঠেছিলেন সবাই। সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে মন দোলে উঠা একঝাঁক তারুন ফিরে পাবার চেষ্টা করেছেন সোনালী অতীতের কিছুটাক্ষন।
আড্ডা, খেলাধুলা, গান ও মুখরোচক খাবারের পরিবেশনায় পূর্ণাঙ্গতা পেয়েছে তাদের মিলনমেলা।
আগামীতে আরও বড় আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।






