#গ্রেটার ম্যানচেস্টার

মদ্যপ উন্মাদনা বেড়েই চলেছে ম্যানচেস্টারে !

সম্পাদকীয় :
গত শনিবার রাতে ম্যানচেস্টার সিটি সেন্টারের আনকট এলাকার ব্লসম স্ট্রিটে ঘটে যাওয়া মারপিটের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

করোনা পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্যে আনকটের ব্লসম স্ট্রিট যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আশেপাশের রেস্তোরা, পাব ও বারের সুবিধার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা যায়। খাদ্য বিপণন প্রতিষ্ঠানগুলি ব্লসম স্ট্রিটে তাদের চেয়ার টেবিল বিছিয়ে গ্রাহকদের সামাজিক দুরত্ব বজায় রেখেই খাবারের স্বাদ উপভোগ করার ব্যবস্থা করে।

গত শনিবার রাতে একদল উসৃঙ্খল যুবক মদ্যপ অবস্থায় সহিংসতায় লিপ্ত হয়। ব্যাপক ভাংচুর ও হতাহতের এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। ভীত হয়ে অন্যান্য গ্রাহকরা সেই সময় দ্রুত স্থান ত্যাগ করে, ফলে প্রতিষ্ঠানগুলি তাদের স্বাভাবিক ব্যবসা হারায়। একজন বার মালিক বলেন, প্রায় প্রতি সপ্তাহান্তেই এক রকম দুই একটি অনাহুত ঘটনা ঘটে যার ফলে ভদ্রস্ত গ্রাহকরা আসা কমিয়ে দিয়েছে। এমনেই লক ডাউনের কারণে ব্যবসা খুবই কম, তার উপর এরকম ঘটনা অনেকটা ‘মরার উপর খড়ার ঘাঁয়ের মতো’ ।

এদিকে আনকটের অধিবাসীরা জানান, এই সকল উশৃঙ্খল মানুষের চিৎকারে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। প্রতি সপ্তাহান্তে এদের উদ্ধত আচরণ এবং মারামারির কারণে অধিবাসীদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। তারা এই যন্ত্রনা থেকে আশু মুক্তি চান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *