অল্পের জন্যে রক্ষা পেল সোনালী ব্যাংক জিন্দাবাজার শাখা।
সিলেট প্রতিনিধি :
অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের জিন্দাবাজার কর্পোরেট ব্রাঞ্চ। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আকস্মিক ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকে। বিষয়টি তাৎক্ষনিক সিলেট ফায়ার সার্ভিস স্টেশনকে জানালে তার দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল সূত্র জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১১টা ৩৫ মিনিটে তাদের গাড়ি সেখানে যায়। রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।





