#দেশের খবর

নিজেদের সক্ষমতা প্রয়োগের কথা বললেন সিইসি।

অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজনে সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরুর প্রথম দিনের বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আগামী জাতীয় নির্বাচনে সবাইকে অংশ নেওয়ার আহবান জানান।

রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠের ‘খেলোয়াড়’ হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, “আমরা সহিংসতা বন্ধ করতে পারব না; আপনাদেরকে (রাজনৈতিক দল) দায়িত্ব নিতে হবে। কারণ খেলোয়াড় কিন্তু আপনারা।

“আপনারা মাঠে খেলবেন, আমরা রেফারি। আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কিন্তু কম না, ক্ষমতা প্রয়োগ করব।”

রাজনৈতিক কোনো সংকট এলে তা রাজনৈতিকভাবে সমঝোতারও আহ্বান জানান সিইসি।

তিনি সতর্ক করেন, সরকার ইসিকে সহযোগিতা না করলে ভোটের অবস্থা হবে ভয়াবহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *