#সাহিত্য ও সংস্কৃতি

প্রিয় বানিয়াচং প্রিয় বড় বাজার —— সালেহ উদ্দিন সুমন

প্রিয় বানিয়াচং প্রিয় বড় বাজার

সালেহ উদ্দিন সুমন

(স্মৃতিতে ১৯৯৩, ঐ সময়ের স্মরণ করে লিখা।)

প্রিয় বড় বাজার, প্রিয় শহর শহর শিশুকালের
মসৃণ মেঠু পথ, সামিয়ানা দেয়া সবুজের।
পুকুরে সারি সারি হাঁসের পালে আনন্দ খেলা
চারদিকে-ছ’দিকে অস্হায়ী ঘাঠ বাধা পুকুর।

সেই পুকুর পাড়ের পাশেই আল্লাহুআকবার
মসজিদ যেথায় দীনের দাওয়াত প্রচার হয়।

ইটের তৈরি আধেক চলাচলের রাস্তা বা সড়ক
অদূরে শহীদ মিনার অযত্নে অবহেলায়।
প্রিয় অনেক মানুষের অনেক অপ্রিয় আচরণ
সময় এবং দিনের ব্যাবধানের প্রতিফলন।

প্রিয় বানিয়াচং প্রিয় বড় বাজার —— সালেহ উদ্দিন সুমন

এম এ হক আর নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *