#আন্তর্জাতিক

ইউক্রেনীয়দের নাগরিকত্ব দিবে রাশিয়া।

সংগ্রাম অনলাইন ডেস্ক:
ইউক্রেনের যে কোনো নাগরিক এবং দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে—এমন লোকজন এখন চাইলেই রাশিয়ার নাগরিকত্ব নিতে পারবেন। এ জন্য তাদেরকে আবেদন করতে হবে, তারপর যেতে হবে একটি প্রণালীর মধ্যে দিয়ে।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। প্রচলিত নিয়ম অনুযায়ী, রাশিয়ায় ন্যূনতম ৫ বছর বসবাস করেছেন এবং সেখানে আর্থিক উপার্জনের বন্দোবস্ত রয়েছে— এমন বিদেশিরাই রুশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারী বিদেশিদের সবাইকে রুশ ভাষা বিষয়ক পরীক্ষায় বসতে হয় এবং সেই পরীক্ষায় যারা পাস করেন নাগরিকত্বের বেলায় তাদের অগ্রাধিকার দেওয়া হয়।

তবে বর্তমান প্রেসিডেন্সিয়াল ডিক্রি অনুসারে আবেদনকারী যদি ইউক্রেনের নাগরিক কিংবা দেশটিতে স্থায়ী বসবাসের অনুমোদনপ্রাপ্ত কোনো ব্যক্তি হন, সেক্ষেত্রে তার বেলায় এসব নিয়মে ছাড় দেওয়া হবে।

২০১৯ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ দনেতস্ক ও লুহানস্কের বাসিন্দাদের জন্য সর্বপ্রথম এই ডিক্রি জারি করা হয়। ওই দুই প্রদেশেই রুশভাষীরা সংখ্যাগরিষ্ঠ। সেই সময় যারা আবেদন করেছিলেন, তাদের সর্বোচ্চ তিন মাসের মধ্যে দেওয়া হয়েছিল নাগরিকত্ব। এখনও দনেতস্ক ও লুহানস্কের অধিবাসীরা এই সুবিধা ভোগ করছেন।

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এই ঘোষণা দেওয়ার দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

গত চার মাসেরও বেশি সময় ধরে চলা অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্ক, ইউক্রেনের দুই বন্দর শহর খেরসন ও মারিউপোল, দনেতস্ক প্রদেশের শহর লিয়াম, মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জিয়ার আংশিক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে।

গত ২৭ মে এক ডিক্রি জারি করেছিল মস্কো। সেখানে বলা হয়েছিল, সামরিক অভিযানে ইউক্রেনের যেসব এলাকা ইতোমধ্যে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে, সেসব এলাকার লোকজন রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

তারপর থেকে এ পর্যন্ত রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে ৯ লাখ ইউক্রেনীয়। তাদের মধ্যে এখন পর্যন্ত নাগকিত্ব দেওয়া হয়েছে ৭ লাখ ৭০ হাজার জনকে। সোমবারের ডিক্রির মধ্যে দিয়ে সব ইউক্রেনীয়দের জন্যই নাগরিকত্বের দুয়ার খুলল রাশিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *