#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১০০০, মৃত্যু ৫

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার পর্যন্ত ১০০০ এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৫ জন। এদিকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কেউ করোনায় মৃত্যু বরণ করেননি।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৪০ জন। গতকাল শনিবার ছিলো ১০১২ জন, শুক্রবার ছিলো ১৪৪১ জন, বৃহস্পতিবার ছিলো ১১২৯ জন, বুধবার আক্রান্ত হয়েছে ১০০৯ জন। এর আগের মঙ্গলবার ছিলো ১১৪৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৮৪ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩ জন, ওয়েলসে ২ জন, উত্তর আয়ারল্যান্ডে ও স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *