সিলেট বিভাগে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে।
সিলেট প্রতিনিধি:
গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ডায়রিয়ায় ১০৭ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের অন্যান্য জেলার মধ্যে সিলেটে ৪৪, হবিগঞ্জে ৫৬ ও মৌলভীবাজারে ৩৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ বিভাগে কেবল ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ৪১৯ জন।
স্বাস্থ্য বিভাগের গত কয়েকদিনের রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, সুনামগঞ্জে ডায়রিয়া বাড়ার হার উর্ধ্বমুখী। সুনামগঞ্জ মিলিয়ে সিলেট বিভাগে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৬৭২৮ জন।





