তিনি সকলের —— সালেহ উদ্দিন সুমন
তিনি সকলের
সালেহ উদ্দিন সুমন
শোকের কোন মাস থাকেনা মাস থাকেনা দুখের
সব সময়ই হৃদয় মাঝে তিনি থাকেন সকলের।
তাঁর জন্য দেশ হল মানচিত্র হল, হল স্বাধীনতা
ঘাতকেরা, স্বার্থপর সন্তানেরা হত্যা করল পিতা।
তখন জাতি হল পিতাহারা এক দিশাহারা সময়
দেশের এক কঠিন কাল কি জানি কি কখন হয়।
পিতা হরে সন্তানেরা করল অমার্জনীয় কাজ
সে থেকে বহন করছে জাতি পিতা হত্যার লাজ।
তিনি ছিলেন মহান নেতা দেশ, দশ ও সকলের
তাঁর অভাব পূর্ন হবেনা কখনো দেশে আমাদের।
তিনি হবেন সকল শ্রেণীর মানুষের পাত্র সম্মানের
বৃথাই তাঁকে ব্যাকেট বন্দি করা কোন এক দলের।





