#যুক্তরাজ্য

জীবন নির্বাহ ব্যায় ৬৫০ পাউন্ড দেয়া শুরু হবে জুলাই থেকে।

যুক্তরাজ্যের লক্ষ লক্ষ অধিবাসী যারা ইউনিভার্সাল ক্রেডিট ও অন্যান্য সুবিধা পাচ্ছে, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জীবন যাপনের ব্যয় বৃদ্ধির জন্য প্রনোদনার প্রথম কিস্তির অর্থ পেতে যাচ্ছে। ব্রিটিশ সরকার অস্বচ্ছল জনগোষ্টিকে আরও আর্থিক সুবিধা দেওয়া যায় কিনা এমন একটি আইনের বিষয়ে আলোচনা করবেন।

বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, আগামী ১৪ জুলাইয়ের মধ্যে প্রথম ইন্সটলমেন্ট হিসেবে ৩২৬ পাউন্ড পাবেন। এবং সামনের শরতে আরও ৩২৪ পাউন্ড দেওয়া হবে। তবে তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। মিনিস্টাররা লেনদেনের এই প্রক্রিয়া সম্পর্কে খোলামেলা কিছু বলছে না যাতে জালিয়াতি করে কেউ অর্থ হাতিয়ে নিতে না পারে। ব্রিটেনে জীবন যাপনের খরচ বেড়ে যাওয়ায় এই বছরের মধ্যে লাখ লাখ ব্রিটিশ নাগরিক সরকারের পক্ষ থেকে কমপক্ষে ১২০০ পাউন্ড পাবেন। ইতিমধ্যে ১৫০ পাউন্ড কাউন্সিল ট্যাক্স রিবেট ছাড় দেওয়া হয়েছে। এছাড়া এই বছরের মধ্যে জ্বালানি বিল সহায়তা বাবদ আরও ৪০৯ পাউন্ড দেওয়া হচ্ছে। পেনশনভোগীরা অতিরিক্ত ৩০০ পাউন্ড পাবেন, অক্ষম ব্যক্তিরা পাবেন ৬৫০ পাউন্ড সহ আরও ১৫০ পাউন্ড অতিরিক্ত অর্থ পাবেন। তবে এখনো এগুলো দেওয়ার দিনতারিখ ঠিক হয়নি।

ব্রিটেনে জীবন যাপনের খরচ বেড়ে যাওয়ার জন্য ৮০ লাখ ব্রিটিশ নাগরিক সরকারী অর্থ সহায়তা পাবেন। এই অর্থ সাহায্যের জন্য দাবিদারদের আগামী ২৫ মের মধ্যে ইউনিভার্সাল ক্রেডিট, ইনকাম বেসড চাকরিপ্রার্থী ভাতা, আয়—সম্পর্কিত কর্মসংস্থান এবং সহায়তা ভাতা, আয় সহায়তা, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং পেনশন ক্রেডিটের ডকুমেন্ট দেখিয়ে আবেদন করতে হবে। তবে ট্যাক্স ক্রেডিট পাওয়া ব্যক্তিরা এখনই এই সুবিধা পাচ্ছেন না। শরতের সময়ে তারা তাদের অর্থ সহায়তা পাবেন।

জানা গেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই অর্থপ্রদানের খরচ ট্যাক্স—মুক্ত হবে। বেনিফিট ক্যাপ গণনা করা হবে না এবং বিদ্যমান বেনিফিট অ্যাওয়ার্ডের ওপর এটি কোনো প্রভাব ফেলবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *