#সিলেট বিভাগ

সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।

সিলেট প্রতিনিধি :
সিলেট নগরীর মালনিছড়ায় মনিরু ইসলাম (৪১) এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মনিরু ইসলাম নগরীর খাসদবির ওয়ার্কসপের স্বত্বাধিকারী এবং এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ‍মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।

এসএমপির উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *