রাস্তায় সিগারেটের টুকরো ফেলায় ৩৮৪ পাউন্ড জরিমানা।
পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের অন্তর্গত ব্রাডিমেইড রোডের বাসিন্দা ব্লেরিম ডেমেইকে গাড়ি থেকে সিগারেটের শেষাংশ রাস্তায় ছুড়ে ফেলার অভিযোগে ৩৮৪ পাউন্ড জরিমানা দিতে হয়েছে।
প্রথম ফাইন ১৫০ পাউন্ড দিতে অস্বীকৃতি জানানোয় বিষয়টি আদালতে গড়ায় এবং শেষ পর্যন্ত আদালতের শুনানিতে দোষি সাব্যস্ত হওয়ায় তাকে কোর্টে ৩৮৪ পাউন্ড জরিমানা গুনতে হয়।
জানা যায়, ২৭ এপ্রিলে ডেমেই তার ভক্সওয়াগন গাড়ি চালিয়ে যাচ্ছিলেন চ্যাডওয়েল হিথ ষ্টেশন রোডের দিকে। এসময় তিনি সিগারেট টেনে শেষাংশ বা শুকা ফেলে দেন রাস্তায়। এসময় তিনি ড্যারেনহাম এনফোর্সমোন্ট অফিসারের নজরে পরে যান। তারা তাকে ১৫০ পাউন্ড জরিমানা করলে তিনি তা পরিশোধে অস্বীকৃতি জানান। তারপরই তাকে কোর্টে তোলা হয়।
ড্যাগেনহাম কাউন্সিলের এনফোর্সমেন্ট ও কমিউনিটি নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান কাউন্সিলার সৈয়দ ফিরোজ গনি বলেছেন, কাউন্সিল কখনোই যারা রাস্তা নোংরা করে তাদের পক্ষ নিবে না। যে ব্যক্তি জরিমানা পেয়েছে সে নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছে তার ভুল।





