#দেশের খবর

পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্ন করা মূল আসামি গ্রেপ্তার।

চট্টগ্রামের লোহাগাড়ায় কুপিয়ে পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন করার ঘটনায় মূল আসামি কবির আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব । লোহাগাড়ার গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক সহযোগীসহ কবিরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এ তথ্য জানিয়েছেন।

লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে গত রোববার ৯ নম্বর ওয়ার্ডের লালাখিল এলাকায় আসামি কবিরকে ধরতে গেলে তাঁর এলোপাতাড়ি কোপে পুলিশ সদস্য মো. জনি খানের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ঘটনার দিন রাতে লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবুর রহমান বাদী হয়ে তিন জনের নামে মামলা করেন। এতে কবির আহমদ ছাড়াও তার স্ত্রী রুবি আকতার ও মা মোস্তফা বেগমকে আসামি করা হয়। এরই মধ্যে রুবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *