#আন্তর্জাতিক

ন্যাটোর সিদ্ধান্তে আপত্তি তুরস্কের।

রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে আপত্তি তুলেছে তুরস্ক। দেশটির দাবি, স্ক্যান্ডিনেভিয়ান এই দুই দেশ তাদের দেশের সন্ত্রাসীদের প্রত্যক্ষভাবে আশ্রয় দেয় এবং সহায়তা করে।

তুরস্কের আপত্তির প্রসঙ্গে কথা বলেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। তিনি বলেন, সদস্যপদ বন্ধ (ব্লক) করার কোনো অভিপ্রায় তুরস্কের নেই।

রোববার জার্মানির বার্লিনে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সম্মেলন (সামিট) শেষে ন্যাটো মহাসচিব তুরস্কের উদ্বেগ সমাধান করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জেনস স্টোলটেনবার্গ বলেন, সুইডেন-ফিনল্যান্ডের অন্তর্ভুক্তিকরণ যেকোনো সময়ের তুলনায় দ্রুত হবে। ন্যাটো প্রধান আরও বলেন, এই ঐতিহাসিক সুযোগ আমাদের গ্রহণ করা উচিত।

প্রসঙ্গত, গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালা।

এ পরিস্থিতিতে আমরা তাদের ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা সমর্থন করতে পারিনা।
সামরিক জোট ন্যাটোতে কোনো নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হলে সকল সদস্য দেশের অনুমোদন প্রয়োজন হয়। তথ্যসূত্র: ইউরো নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *