#যুক্তরাজ্য

যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশে আগামীকাল পালিত হবে ঈদ উল ফিতর।

গতকাল শনিবার সৌদি আরবসহ মধ্যেপ্রাচ্যের কোন দেশেই পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার মধ্যেপ্রাচ্যে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলশ্রুতিতে, সৌদিসহ মধ্যেপ্রাচ্যের অন্যান্য দেশে ঈদ উল ফিতর উদযাপন করা হবে সোমবার (২ মে)। প্রতি বছরের ন্যায় যুক্তরাজ্যসহ ইউরোপের বাকি দেশগুলি সৌদির সাথে মিল রেখে আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন করবে।

সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের ‘চাঁদ দেখা কমিটি’-এর পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগেই দেশটির নাগরিকরা কোথাও চাঁদ দেখতে পেলে সেই তথ্য কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।

তবে শনিবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে রোববার ৩০ রোজা পূরণ করে আগামী সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। ওইদিন সৌদির সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতেও ঈদ উদযাপিত হবে।

সৌদি আরবে পবিত্র রমজান ও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলো কি না তা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের অন্ত নেই। মাস দুটোর শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত যেদিন রোজা শুরু বা শেষ হয়, বাংলাদেশসহ ভারত উপমহাদেশে অন্যান্য দেশগুলিতে হয় তার পরের দিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *