#সিলেট বিভাগ

ভারতীয় দুই নাগরিকের সশ্রম কারাদণ্ড।

সিলেট প্রতিনিধি :
সিলেটে অস্ত্র মামলায় ভারতীয় দুই নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমীন এ দণ্ডাদেশ ঘোষণা করেন।

সাজা প্রাপ্তরা হচ্ছে- ভারতের জয়াই ইথিয়াং থানার বটছড়া গ্রামের মৃত শ্রী রম-এর ছেলে তাও (৬৫) ও একই গ্রামের আলবান এর পুত্র শ্রী ব্রাজিল (৪৯)।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের এপ্রিল মাসে কানাইঘাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন এই দুই ভারতীয় নাগরিক। এরা দুজন কানাইঘাটের লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রামে অবস্থানকালীন সময়ে বিজিবি গ্রেফতার হয়েছিলো। তখন তাদের কাছ থেকে একনলা বন্দুক ও খাসিয়া দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবির নায়েক সুবেদার সাইফুল ইসলাম বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ শুনানী শেষে গত মঙ্গলবার আদালতে দুই আসামী ভারতীয় নাগরিক তাও ও ব্রাজিলকে ১০ বছরের সশ্রমকারাদন্ড প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও বিনা ইয়াসমীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *