#সিলেট বিভাগ

টাঙ্গুয়ার হাওরে ডুবে তিতুমীর কলেজের ছাত্রের মৃত্যু

ঢাকা থেকে বন্ধুদের সাথে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দর্শনীয় স্থান উপভোগ করতে এসে লাশ হয়ে ফিরলেন ঢাকা তিতুমীর কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র জাহেদ চৌধুরী (২৫)।

নিহত জাহেদ ঢাকা ক্যান্টেনমেন্ট থানার মানিকদি এলাকার মৃত ফজলুল হক চৌধুরীর বড় ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তাহিরপুর সদর বাজার নৌকাঘাট থেকে ঢাকা থেকে আগত ১১ জন বন্ধু নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যায়। সেখান থেকে রাতযাপনের উদ্দেশ্য সীমান্তবর্তী ট্যাকেরঘাট স্মৃতি সৌধের পাশে নৌকায় অবস্থান করে এবং সেখানেই তারা রাত
যাপন করে।

রাত যাপন শেষে আজ শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ৮ টায় নৌকায় থাকা সব বন্ধুরা নাস্তার উদ্দেশ্য রওয়ানা করার সময় সবাই উপস্থিত হলেও জাহেদ চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অনেক্ষন ধরে খোজা খুজির পর বন্ধুকে না পেয়ে বিষয়টি তারা তাহিরপুর থানায় অবগত করেন।

খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অনুসন্ধান চালিয়ে বিকেল ৪ টায় দিকে ট্যাকেরঘাট স্মৃতিসৌধের পাশে হাওর থেকে কোনা জাল দিয়ে জাহেদ চৌধুরীর লাশ উদ্ধার করেন।

ওসি আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সাথে তাহিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *